• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ দুপুর ১২:১৭:৫৬ (22-Dec-2025)
  • - ৩৩° সে:

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মেহেদী হাসান নিহত

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার রাজাপুর উপজেলা প্রতিনিধি ও মঠবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান সবুর(৪৫) নিহত হয়েছেন।২১ ডিসেম্বর রোববার বিকেলে ভান্ডারিয়া থকে মটরসাইকেলে রাজাপুর আসার পথে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বড় কৈবর্তখালি (আবাসন) এলাকায় একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সবুর।স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মেহেদী হাসান সবুর মঠবাড়ী ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এ বিষয়ে নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান