রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নাসিম উদ্দিন আকন নিহত হয়েছে।
২৫ অক্টোবর শনিবার পৌনে ১২ টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।


রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে এ্যাম্বুলেন্সে তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়।

রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সায়েম আকন জানান, নলবুনিয়া এলাকার একটি ঠিকাদারী কাজ পরিদর্শন শেষে মোটর সাইকেল চালক শহিদুলের মোটর সাইকেল যোগে রাজাপুরে ফিরছিলেন নাসিম উদ্দিন আকন। এসময় পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটর সাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের আরোহী নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় ধাক্কা খেয়ে ডোবায় পড়ে যায়। কর্দমাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তার মৃত্যুর শোকে মুহ্যমান কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, ‘তাকে হারিয়ে ভাষা হারিয়ে ফেলেছি। তিনি ছিল উপজেলা বিএনপি তথা সাধারন মানুষের ভরসা। দলের অপূরনীয় ক্ষতি হয়ে গেল।’
রাজাপুর থানার পরিদর্শক তদন্ত আবুল মালেক জানান, ‘সংযোগ সড়ক থেকে নাসিম আকনকে বহনকারী মোটর সাইকেলটি মেইন সড়কে ওঠার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুত গতির পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটর সাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল ও নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় ধাক্কা খেয়ে পাশের ডোবায় পড়ে যায়। গাড়ি ও চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available