• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ রাত ১০:০৫:১৬ (06-Nov-2025)
  • - ৩৩° সে:

নড়াইলে অগ্নিকাণ্ডে ব্যবসায়ী দগ্ধ

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার গোবরা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।৬ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।অগ্নিকাণ্ডের সময় দোকানের মালামাল বের করার চেষ্টা করতে গিয়ে দগ্ধ হন ব্যবসায়ী সাইফুল ইসলাম। তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে জানান, ‘অগ্নিকাণ্ডে মুদি ব্যবসায়ী সঞ্জয় দাস, শৈলেন দাস, সাইফুল ইসলাম এবং মিষ্টির দোকানদার আবুল বাসারের দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।নড়াইল ফায়ার সার্ভিসের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে স্থানীয়দের কেউ কেউ বলছেন, দোকানের ভেতরে মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়ায় সেই কয়েল থেকেই আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান