বাগেরহাট সদর
  • ঢাকা
  • |
  • সোমবার ৩১শে ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:৫১ (15-Sep-2025)
  • - ৩৩° সে:

বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে অবরোধ চলছে

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে চলছে হরতাল ও অবরোধ। নির্বাচন কমিশন সম্প্রতি জেলার চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটিতে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়ায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।আজ ১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বাত্মক হরতাল-অবরোধ চলছে। আগামী দুইদিন মঙ্গলবার ও বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্তও এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ জানান, অবরোধ চলাকালে সকল সড়ক, সরকারি অফিস ও আদালত অবরুদ্ধ থাকবে। তবে ব্যবসা প্রতিষ্ঠান, ছোট যানবাহন, জরুরি সেবা দানকারী গাড়ি, অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা বাহিনী, বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের গাড়ি, পরীক্ষার্থী বহনকারী যানবাহন, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও বাইসাইকেল হরতাল-অবরোধের বাইরে থাকবে।সর্বদলীয় সম্মিলিত কমিটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ডাক দেবেন তারা।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান