টেকনাফে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতার মরদেহ উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার আনোয়ার প্রজেক্ট সংলগ্ন খাল থেকে ৫ নভেম্বর বুধবার সকাল ১১টায় সাবরাংয়ের সাবেক ইউপি সদস্য মো. ইউনুসের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মো. ইউনুস ছিলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক। তিনি সাবরাং চান্দলীপাড়ার বাসিন্দা।প্রত্যক্ষদর্শীদের মতে, রঙ্গিখালী এলাকার ব্রিজের নিচে ভাসমান মৃতদেহটি প্রথমে পথচারীরা লক্ষ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে নিহত ব্যক্তির পরিচয় সাবরাংয়ের সাবেক ইউপি সদস্য মো. ইউনুস হিসেবে শনাক্ত করা হয়।হত্যাকাণ্ডের কারণ বা আসামির পরিচয় এখনো জানা যায়নি। তবে, টেকনাফ উপজেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছে।