সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের ফের মালয়েশিয়ায় যাত্রা
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬-১৭ সেপ্টেম্বর মালোয়েশিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান থ্রোবল প্রতিযোগিতা ২০২৫ এ অংশ নিতে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের স্পোর্টস ক্লাব মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পৌঁছেছে।এশিয়ান থ্রোবল প্রতিযোগিতা ২০২৫ এ বাংলাদেশের সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব ও ভারত, ইন্দোনেশিয়া, মলোয়েশিয়া, শ্রীলঙ্কর থ্রোবল দল এবারের এশিয়ার থ্রোবলের আসরে অংশ নিচ্ছে।সাউথ পয়েন্ট, বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন ওয়ার্ল্ড থ্রোবল ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জনাব মো. রেজাউল করিম।উল্লেখ্য সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের উক্ত দল এর পূর্বেও মালয়েশিয়ায় আন্তর্জাতিক থ্রোবল প্রতিযোগিতায় ১ম রানার্স আপ ট্রফি, মেডেল ও সার্টিফিকেট অর্জন করেছিল এবং সম্প্রতি সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব থ্রোবল দল বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশন আয়োজিত ৫ম জাতীয় থ্রোবল প্রতিযোগিতা ২০২৫ এ রানার্স আপ হওয়ার যোগ্যতা অর্জন করে।বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. শরীফ আশরাফুজ্জামান ও সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের অধ্যক্ষ কর্নেল মো. শামসুল আলম, পিএসসি (অবঃ) দলকে শুভেচ্ছা জানান এবং তাদের সফলতা কামনা করেন।