• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ রাত ১০:০২:৫২ (06-Nov-2025)
  • - ৩৩° সে:

বাগাতিপাড়ায় মৎস্য চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ৪০ জন মৎস্য চাষিকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।৫ নভেম্বর বুধবার দিনব্যাপী উপজেলার বড়াল সভাকক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে সম্প্রসারিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী। এসময় প্রশিক্ষণ পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (বড়াইগ্রাম) মুরাদ হোসেন প্রামানিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (নাটোর সদর) মো. আবু সাঈদ, বাগাতিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশেক এস. বি.।প্রশিক্ষণে অংশগ্রহণকারী মৎস্য চাষিদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, মাছের রোগবালাই প্রতিরোধ, পুকুর ব্যবস্থাপনা, উন্নতমানের পোনা নির্বাচন ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী তার বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকারের লক্ষ্য গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা। মৎস্য খাত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশিক্ষণের মাধ্যমে চাষিরা আধুনিক ও টেকসই মৎস্য চাষে আরও দক্ষ হয়ে উঠবেন।’প্রশিক্ষণ শেষে উপজেলার একডালা এলাকার মৎস্য চাষি মো. বাপ্পি আলীর পুকুরে মৎস্য অবমুক্ত করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান