সাংবাদিক তরিকুল শিবলীর ইন্তেকাল, দুই শিশুর পাশে থাকার আশ্বাস ছাত্রশিবিরের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ কভার করতে গিয়ে মারা গেছেন সাংবাদিক তরিকুল শিবলী। তার অকাল মৃত্যুতে শোকাহত পরিবারে নেমে এসেছে গভীর শূন্যতা। তিনি রেখে গেছেন চার বছর বয়সী আয়াত এবং দেড় বছর বয়সী আজমীনে নামে দুই সন্তান।পরিবারের এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে ছাত্রশিবির। তারা শিশু দুটির প্রাথমিক খরচের জন্য দুই লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এছাড়াও, শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সব প্রয়োজনে সাধ্যমতো এই পরিবারটির পাশে থাকবে।ছোট্ট শিশু আয়াতের মুখে বাবার প্রতি ভালোবাসা এবং পরিবারের প্রতি দায়িত্ববোধের কথা শুনে অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। আয়াত তার বাবাকে নিয়ে বলছে, ‘আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজখবর রাখব, আদর করব।’এই অবুঝ শিশুর এমন পরিপক্ব কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যান। তার এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই শিশুটির প্রতি সমবেদনা জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন।শিবিরের পক্ষ থেকে দেশবাসীর কাছে তরিকুল শিবলীর বিদেহী আত্মার মাগফিরাত এবং তার দুই সন্তানের জন্য দোয়া চাওয়া হয়েছে।