ঝিনাইদহে ১২শ’ পিস ইয়াবাসহ আটক ৩
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে ১২শ’ পিস ইয়াবা, ৮ লাখ টাকা ও ৩টি মোটরসাইকেলসহ তিনজন মাদককারবারিকে আটক করা হয়েছে।আজ ২০ ডিসেম্বর শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে মহেশপুর থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান-এর নেতৃত্বে উপজেলার যোগীহুদা গ্রামে এ অভিযান চালানো হয়।আটকরা হলেন উপজেলার জলিলপুর মোল্লাপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে মেহেদী হাসান জিসান, যোগীহুদা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে লিমন হাসান লিখন এবং দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলী বেগম।এ বিষয়ে কোটচাঁদপুর সার্কেল-এর এএসপি সায়েম ইউসুফ জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকালে থানা পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অর্থসহ অভিযুক্তদের আটক করে। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।