সেনবাগে ৬ সন্তানের জন্ম দিয়ে এক প্রসূতি
শায়েস্তানগরী-সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগের খাজুরিয়া গ্রামের এক প্রসূতি মা ৬টি সন্তান জন্ম দিয়েছেন।১৪ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে নরমাল ডেলিবারির মাধ্যমে ওই ৬ শিশুর জন্ম হয়।জন্ম নেওয়া শিশুগুলো মধ্যে ৩টি ছেলে ও ৩টি কন্যা সন্তান। এদের মধ্যে দুইজনকে কংটবাপন্ন অবস্থায় ইউসিওতে ভর্তি করা হয়েছে। ৬ সন্তান জন্ম দেওয়া প্রসূতি মোকসেদা আক্তার (২৩) প্রিয়ার বাড়ি সেনবাগ উপজেলা ২নং কেশারপাড় ইউপির ৩নং ওয়ার্ড খাজুয়িা মধ্যপাড়া গ্রামে। সে ওই গ্রামের কাতার প্রবাসী মো. হানিফের স্ত্রী। পরিবারের পক্ষ থেকে ৬ শিশু সুস্থতা ও নেক হায়াতের জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন।