খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটিতে প্রার্থীদের নাম ঘোষণা
খাগড়াছড়ি প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে আবদুল ওয়াদুদ ভুঁইয়া, বান্দরবান-৩০০ আসনে সাচিং প্রু জেরী এবং রাঙ্গামাটি-২৯৯ আসনে সাবেক যুগ্ম জেলা জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নাম ঘোষণা করা হয়েছে।৩ নভেম্বর সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।খাগড়াছড়ি-২৯৮ আসনে ওয়াদুদ ভুঁইয়ার নাম ঘোষণা করা হয়। ১৯৮৯ সালে তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।এছাড়া প্রথমবারের মত রাঙ্গামাটি-২৯৯ আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. দীপেন দেওয়ান। এর আগে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি মনোনয়নে তার স্ত্রী মৈত্রী চাকমা লড়াই করেছিলেন।এই আসনে বিএনপির হয়ে ২০০১ সালে মনি স্বপন দেওয়ান জয়লাভ করেছিলেন। তার আগে ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুসুম চাকমা বিজয়ী হয়েছিলেন।অ্যাড. দীপেন দেওয়ান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা প্রয়াত সুবিমল দেওয়ানের সুযোগ্য সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৮ম ব্যাচের এই শিক্ষার্থী ৭ম বিসিএসে জুডিশিয়ারি সার্ভিসে দীর্ঘ ১৯ বছর চাকুরি করেছেন। এছাড়া তিনি রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাঙামাটি আইন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য।অন্যদিকে, বান্দরবান-৩০০ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সাচিন প্রু জেরী। তিনি ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন। বান্দরবান সদর উপজেলা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন সাচিন প্রু। তার বাবা অং শৈ প্রু চৌধুরী ১৯৮৮ সালের নির্বাচনে এই আসন থেকে বিএনপি থেকে বিজয়ী হয়েছিলেন।