• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ দুপুর ১২:৪৭:০৩ (22-Dec-2025)
  • - ৩৩° সে:

উল্লাপাড়ায় অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ ৮০ হাজার জরিমানা

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধ ৩টি ইটভাটাকে জরিমানা করে করেছে ভ্রাম্যমাণ আদালত।২১ ডিসেম্বর রোববার দুপুর ১২টা থেকে বিকাল সাড় ৫টা পর্যন্ত উপজেলার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ভাটাগুলোকে জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, অভিযানে উল্লাপাড়া উপজেলার কয়ড়া চরপাড়ার মেসার্স স্মৃতি ব্রিকস ম্যানুফ্যাকচারকে ৮০ হাজার  টাকা, দাদপুরের মেসার্স এইচ এন্ড কে ব্রিকসকে ১ লাখ টাকা, চড়ুইমুড়ির মেসার্স বি আর বি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন উল্লাপাড়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা রিমা। জনস্বার্থে এসকল অবৈধ ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।