• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ রাত ১০:০৬:২২ (06-Nov-2025)
  • - ৩৩° সে:

কুমিল্লা-৯ আসনে মনোনয়ন বঞ্চিত দোলা সমর্থকদের বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নেমেছেন সামিরা আজিম দোলা সমর্থকরা।৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে মনোহরগঞ্জ ও লাকসাম থেকে হাজারো নেতাকর্মীরা কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা আবুল কালামের প্রার্থিতা বাতিল এবং সামিরা আজিম দোলাকে প্রার্থী ঘোষণার দাবি জানান।বিক্ষোভকারীরা জানান, সামিরা আজিম দোলা আজিম সাহেবের মেয়ে, আজিম সাহেব দলের সংকটকালেও সবসময় মাঠে ছিলেন। আজিম সাহেবের মেয়ে নিজ দক্ষতায় এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছেন, তৃণমূল তাকে চায়। অথচ তাকে উপেক্ষা করে প্রার্থী করা হয়েছে অন্যজনকে।বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা ‘কালামের প্রার্থিতা বাতিল করো’, ‘তৃণমূলের সিদ্ধান্ত মানতে হবে’ এমন স্লোগান দেন।