• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ রাত ১০:১১:৫২ (06-Nov-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জ সাটুরিয়ায় সার বিতরণে সাধারণ কৃষকদের হয়রানির অভিযোগ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় ২০২৫ - ২৬ অর্থবছরে রবি মৌসুমীর ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিসা, বীজ, রাসায়নিক সার ও তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি লক্ষে প্যাটানভিক্তিক একক প্রদর্শনী বোরো, বোনা,আমন, ফলনের কৃষকদের মাঝে স্যার ও বীজ বিতরণ নানান হয়রানির অভিযোগ উঠেছে।সার বিতরনের সময় সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে মনগড়া ভাবে স্যার বিতরণ করার ফলে সাধারণ কৃষকদের হয়রানির শেষ নেই।একাধিক ভুক্তভোগী জানান সাটুরিয়া উপজেলা কৃষি অফিসের কিছু কর্মকর্তা ও কর্মচারীরা তাদের মনগড়া ভাবে সার বিতরণ করার ফলে বিভিন্ন সময়ে সার নিতে আসলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। যার ফলে সাধারণ কৃষকদের দুর্ভোগের শেষ নেই।ভুক্তভোগী হয়রানি মুক্ত কৃষি সেবার মান উন্নয়ন করার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে  দাবি জানান।সাটুরিয়া উপজেলা কৃষি অফিসার মোছা তানিয়া তাবসসুম জানান,সাধারণ কৃষকদের হয়রানির করার সুযোগ নেই, কেহ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান