• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ সকাল ০৬:৪৯:৩৮ (22-Dec-2025)
  • - ৩৩° সে:

বাগেরহাটের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

বাগেরহাট প্রতিনিধি: দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।২০ ডিসেম্বর শনিবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ ঘোষণা দেওয়া হয় বলে জানান মনোনয়নপ্রাপ্তরা।মনোনয়নপ্রাপ্তরা হলেন— বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল।বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম।এ ছাড়া বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সভাপতি সোমনাথ দে।মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা মুঠোফোনে তাদের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।