রাশেদুল ইসলামের ‘সেকেন্ড হোম’-এর মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক বাস্তবতার প্রতিফলন হিসেবে কথাসাহিত্যিক রাশেদুল ইসলামের গ্রন্থ সেকেন্ড হোম-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বইটি প্রকাশ করেছে ইছামতি প্রকাশনী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্পণ–দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক শারমিনা পারভিন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সেলিম জাহান।গ্রন্থটি নিয়ে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আক্তার শ্রেয়সী, সাবেক অতিরিক্ত সচিব জাহানারা বেগম, চলচ্চিত্রকার মিশা, মাসুদ বিন মোমেন, সাবেক রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান, সংবাদ পাঠিকা লতিফা, নিউজ প্রেজেন্টার সোমা জাহান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।আলোচকরা বলেন, সেকেন্ড হোম গ্রন্থে এমন সব মানুষের বাস্তবতা উঠে এসেছে, যারা বাংলাদেশে বসবাসকে অনুকূল মনে না করে ভিন্ন দেশে ‘দ্বিতীয় ঘর’ গড়ে তোলার চিন্তা করেন। এতে অভিবাসন–সংক্রান্ত ইতিবাচক ও নেতিবাচক দিক, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উদ্ভূত আর্থ-সামাজিক সংকট এবং সম্ভাব্য সমাধানের নানা দিক তুলে ধরা হয়েছে।অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের প্রোগ্রাম অ্যাম্বাসেডর ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য সালাহ উদ্দীন আহমেদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফাউন্ডেশনের সদস্য জাহিদ হোসেন।প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে অর্পণ–দর্পণ স্মৃতি ফাউন্ডেশন। এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান, যা সোসাইটিজ অ্যাক্ট, ১৮৬০ এবং বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন অ্যাক্ট, ২০১৬-এর আওতায় নিবন্ধিত। ‘নিজে সৎকাজ করি এবং অন্যকে সৎকাজে উদ্বুদ্ধ করি’—এই মূলমন্ত্র নিয়ে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বইটির প্রকাশনা অনুষ্ঠান ফাউন্ডেশনের ‘অন্যকে সৎকাজে উদ্বুদ্ধকরণ’ কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয়।