ফুলবাড়িতে রবি মৌসুমের প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষা, গম, সূর্যমূখী, শীতকালীন পেঁয়াজ ও বোরোধান (উফশী) আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই সার ও বীজ বিতরণ করা হয়।৫ নভেম্বর বুধবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্চিতা রায়, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা বেগম, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, জাতীয় নাগরিক পার্টি দিনাজপুর জেলা শাখার যুগ্ন সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ, ফুলবাড়ী শাখার যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ জানান, রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষা, গম, সূর্যমূখী, শীতকালীন পেঁয়াজ ও বোরোধান (উফশী) আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার সাতটি ইউনিয়ন এবং পৌর এলাকার ২হাজার ৫৪০জন প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।এর মধ্যে ১হাজার কৃষককে বোরোধান বীজ জনপ্রতি ৫ কেজি, ১হাজার ৩৫০জন কৃষককে ১ কেজি করে শরিসা বীজ। একইসাথে ১৫০জন কৃষককে ২০ কেজি করে গম বীজ এবং ১০জন কৃষককে জন প্রতি ১ কেজি করে পেঁয়াজ বীজ,এছাড়া ৩০জন কৃষককে জনপ্রতি ১ কেজি করে সৃর্যমুখি ফুলের বীজ বিতরণ করা হবে। এসব সকল কৃষককে বীজের সাথে ১০কেজি করে এমওপি ও ১০কেজি ডওিপি বিতরণ করা হবে।