বগুড়ায় শহীদ হাদির গায়েবানা জানাজা ও দোয়া
স্টাফ রিপোর্টার বগুড়া: বিপ্লবী ছাত্র-জনতার (ইনকিলাব মঞ্চ) বগুড়ার উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২০ ডিসেম্বর শনিবার দুপুর ২টায় বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন ন্নেছা খেলার মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বিপ্লবী ছাত্র-জনতা, সামাজিক ও রাজনৈতিক কর্মীরা অংশগ্রহণ করেন। গায়েবানা জানাজা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।এসময় বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির সাহসিকতা ও আত্মত্যাগ স্মরণ করে বলেন, ন্যায় ও অধিকার আদায়ের সংগ্রামে তাদের ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশাররফ হোসেন, বগুড়া জামায়াতে ইসলামের শহর আমির আব্দুর রহমান সোহেল, বিপ্লবী ছাত্র-জনতারব (ইনকিলাব মঞ্চর) নেতা মুয়াজ মোস্তাফিজ প্রমুখ।বক্তারা আরও বলেন, শহীদ ওসমান হাদী হত্যার আসামিদের দূরত্ব গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। শহীদদের আদর্শ ধারণ করেই আগামীর ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।