• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ সকাল ০৬:৪৮:৩১ (22-Dec-2025)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে রাত সাড়ে ৩টায় আগুনে পুড়ল বসতঘরসহ ৩ বাস, ৪ দোকান

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরের পুরাতন বাসস্টেশনে রহস্যময় আগুনে তিনটি বাস, ৪টি দোকান ও একটি বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।২০ ডিসেম্বর শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার সময় এই আগুনের সূত্রপাত হয়। এতে করে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী সেলিম জানান, রাত সাড়ে তিনটার সময় হঠাৎ করেই পুরাতন বাস স্টেশন এলাকার ফার্নিচারের দোকান ও বেতের দোকান দুইটিতে আগুন ধরে যায়। বিষয়টি দেখতে পেয়ে সাথে সাথেই ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের জরুরি নাম্বারে একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেনি।পরবর্তীতের কোতয়ালী থানা পুলিশের ডিউটিতে থাকা গাড়ি থামিয়ে কর্তব্যরত এসআইকে জানালে তারা গাড়ি নিয়ে গিয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে অবহিত করে নিয়ে আসে। এরমধ্যে পার হয়ে যায় আধাঘণ্টা সময়, আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।এতে করে তিনটি বাস, চারটি দোকান ও একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে। সময়মতো ফায়ার সার্ভিস এলে ক্ষতির পরিমাণ আরো কম হতো বলে জানান তারা।