• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ রাত ১০:১১:৫৩ (06-Nov-2025)
  • - ৩৩° সে:

খোকসায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: ‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।  ৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে খোকসা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।চলতি ২০২৫-২৬ অর্থবছরে আসন্ন রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুরসহ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই কর্মসূচি পালন করা হয়।সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. শওকত হোসেন ভূঁইয়া।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল নোমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক শস্য , অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান ও উপজেলার অন্যান্য অফিসারবৃন্দ।এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১ হাজার ৮৯০ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান