• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৯:৪৮ (06-Nov-2025)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ৪ নভেম্বর মঙ্গলবার রাত ১১টার দিকে ৯নং সুরমা ইউনিয়নের মারপশি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।দোয়ারাবাজার থানার এসআই মোহন রায়ের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানটি পরিচালনা করেন।অভিযানকালে ১৪২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজাসহ মোট ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়।আটকরা হলেন মারপশি গ্রামের মৃত রিয়াছত আলী ছেলে আব্দুল লতিফ (৬০), খাগুড়া গ্রামের মৃত ওয়ারিছ আলীর ছেলে ফরিদ মিয়া (৩৯), মারপশি গ্রামের করম আলী স্ত্রী নেহার বেগম (৫০),।দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান