• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ রাত ১০:০৯:৫৪ (06-Nov-2025)
  • - ৩৩° সে:

মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার বাকোশপোল মোড় এলাকায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।৫ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে মণিরামপুর-ঝিকরগাছা সড়কে এ দূর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন মণিরামপুর উপজেলার চাঁনপুর-মাঝিয়ালী গ্রামের রণজিৎ কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া দাস (৪২)। রনজিৎ কুমার দাস বাজিতপুর মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক ও পাপিয়া দাস মণিরামপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেকানিক ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পাপিয়া দাসকে নিয়ে মনিরামপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে রোহিতার উদ্দেশে যাচ্ছিলেন স্বামী রনজিৎ দাস। পথে বাকোশপোল মোড় এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে তাঁদের বহনকারী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাঁরা গুরুত্বর আহত হন। স্থানীয়দের সহযোগীতায় মনিরামপুর ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদেরকে মৃত ঘোষনা করেন।মণিরামপুর থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, দূর্ঘটনাকবলিত ট্রলি ও মোটরসাইকেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগন ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান