• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ রাত ১০:০০:৫১ (06-Nov-2025)
  • - ৩৩° সে:

দিনাজপুরে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ আটক ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মো. আব্দুর রহমানের নেতৃত্বে জেলা ডিএনসির একটি চৌকস দল দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকার খোসালপুর ঢাকাইয়া পাড়ায় অভিযান চালায়।অভিযানকালে মো. পশির উদ্দিন (৫৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত সোহরাব আলীর পুত্র। তল্লাশিকালে পশির উদ্দিন ও তার ছেলে মোহসিন আলী ওরফে মেহেরুল (২৪)-এর শয়নকক্ষ থেকে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।অভিযানের সময় পশির উদ্দিনকে আটক করা হলেও তার ছেলে মেহেরুল পালিয়ে যায়।ঘটনার পর আটককৃত পশির উদ্দিন ও পলাতক আসামি মেহেরুলকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণির ১৯ (গ), ১০(ক) ও ৪১ ধারায় দিনাজপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাকিবুজ্জামান।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান