• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ রাত ১০:০৬:২৪ (06-Nov-2025)
  • - ৩৩° সে:

নওগাঁয় জমি নিয়ে বিরোধে হত্যা, আটক ১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদরের দুবলহাটিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গোলাম (৫৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত হারুন (৫০) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।৫ নভেম্বর বুধবার রাত আনুমানিক ১০টার দিকে চা স্টল থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত গোলাম দুবলহাটির মালঞ্চি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে গোলাম স্থানীয় এক চা স্টলে চা পান শেষে বাড়ির পথে রওনা দেন। পথে গ্রামের সুজনের বাড়ির সামনে পৌঁছালে একই গ্রামের মৃত জব্বার খাঁর ছেলে হারুন, তার ছেলে অন্তর (২২) এবং আরও কয়েকজন যুবক ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর হামলা চালায়। এতে গোলাম গুরুতরভাবে আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার আহম্মেদ বলেন, ‘বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত একটি মামলার কাগজপত্র বিষয়ে গোলাম ভালোভাবে জানতেন। সম্প্রতি আফজাল নামের এক ব্যক্তি হারুনের দুই ভাই আজাদ ও আজমের কাছ থেকে কিছু জমি ক্রয় করেন। সেই জমি দখল নিয়ে আফজাল ও হারুনের মধ্যে বিরোধ দেখা দেয়।জানা যায়, কিছুদিন আগে উভয় পক্ষ নওগাঁ আদালত এলাকায় এক আইনজীবীর চেম্বারে আলোচনায় বসেন। সেখানে ক্রেতা আফজালের পক্ষে কাগজপত্র যাচাইয়ে অংশ নেন গোলাম। আলোচনায় গোলামের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে হারুন তাকে হুমকি দেন বলে স্থানীয়রা জানান।প্রায় দেড় মাস পর বুধবার রাতে সেই ঘটনার জের ধরেই পূর্বপরিকল্পিতভাবে গোলামের ওপর হামলা চালানো হয়। ঘটনার পর স্থানীয়রা হামলাকারী হারুনকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে। বর্তমানে সে পুলিশ হেফাজতে থেকে চিকিৎসাধীন রয়েছে।নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত হারুনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’