• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ রাত ১০:০৪:৪৯ (06-Nov-2025)
  • - ৩৩° সে:

নবীনগরে গোলাগুলির ঘটনায় পাল্টাপাল্টি মামলা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে হামলা-পাল্টা হামলায় হতাহতের ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে।৫ নভেম্বর বুধবার রাতে হামলায় নিহত শিপনের মা আনোয়ারা বেগম ও আহত এমরান মাস্টারের ভাতিজা হাছিবুর রহমান বাদী হয়ে নবীনগর থানায় পৃথক দুটি মামলা করেন।আনোয়ারা বেগমের মামলায় ১১ জনকে নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে হাছিবুর রহমানের মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ আরও ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।গত শনিবার আধিপত্য বিস্তার নিয়ে খোল্লাকান্দিগ্রামের আরাফাত গ্রুপ ও নুরজাহানপুর গ্রামের শিপন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় শিপন মিয়া (৩০), ইয়াছিন (২০), নূর আলম (১৮) ও এমরান মাষ্টার গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিপন মিয়া ও ইয়াছিনের মৃত্যু ঘটে।এদিকে হামলায় নিহত শিপনের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বুধবার উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনিশাহ মাজার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। খোল্লাকান্দি ও নুরজাহান গ্রামবাসীর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।এ বিষয়ে নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, ‘সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই মামলা করেছে। দুটি মামলাই সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান