বামনায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযানে জরিমানা
বামন (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনায় ট্রাফিক পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ উদ্যোগে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নিয়ম ভঙ্গ করায় চালকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।২১ ডিসেম্বর রোববার সকাল ৯টায় বামনা উপজেলার চালিতাবুনিয়া বাটারমোড় এলাকায় পরিচালিত চেকপোস্ট অভিযানে বাস, ট্রাক, মাইক্রো, ইজিবাইক ও মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। অভিযানে ৬৩টি গাড়িতে অভিযান পরিচালনা করা হয়।এ সময় চেকপোস্টে উপস্থিত ছিলেন বামনা নৌবাহিনীর লেফটেন্যান্ট আব্দুল বাসেত পাঠান টুটুল, (এক্স), বিএন (পি নং ৩৮১১) এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট নৌবাহিনীর ১টি সেকশন ও পাথরঘাটা ট্রাফিক পুলিশের ৪ সদস্য। তারা যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং চালকদের নিরাপত্তা সরঞ্জাম, বিশেষ করে হেলমেট পরিধান সংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়গুলো কঠোরভাবে পরীক্ষা করেন। চেকপোস্ট চলাকালীন ৪টি মামলার বিপরীতে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।নৌবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।