ধুনট
  • ঢাকা
  • |
  • বুধবার ২রা আশ্বিন ১৪৩২ সকাল ০৬:২২:২৭ (17-Sep-2025)
  • - ৩৩° সে:

বগুড়ায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিদেশ থেকে ফেরত এনে প্রেমিকাকে ধর্ষণের মামলায় ফজলুল হক (২৬) নামে এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ।১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার পুলিশের ওসি সাইদুল আলম। এর আগে সোমবার ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।ফজলুল হক উপজেলার বড়চাপড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের এক নারী (৩৩) জীবিকার তাগিদে ২০২২ সালে জর্ডান যান। সেখানে অবস্থানকালে মুঠোফোনে ফজলুল হকের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেয় ফজলুল হক। এরপর ফজলুল হকের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ১ আগস্ট প্রেমিকা জর্ডান থেকে দেশে ফিরেন। এ অবস্থায় বিয়ের কথা বলে ফজলুল হক প্রবাস ফেরত প্রেমিকার সঙ্গে বিভিন্ন স্থানে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। তারই ধারাবাহিকতায় ফজলুল হক সোমবার রাতে প্রেমিকাকে নান্দিয়ারপাড়া গ্রামে তার চাচাতো বোনের বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফজলুল হক। এ সময় ফজলুলকে বিয়ের জন্য চাপ দেয় প্রেমিকা। কিন্তু ফজলুল বিয়েতে রাজি না হয়ে কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় প্রেমিক ফজলুলকে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগী ওই প্রেমিকা বাদী হয়ে প্রেমিক ফজলুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।এ বিষয়ে ধুনট থানার পুলিশের ওসি সাইদুল আলম বলেন, বিদেশ ফেরত এক নারীকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আসামি ফজলুল হককে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান