• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০২:০৭:১৮ (23-Nov-2025)
  • - ৩৩° সে:

সেনবাগে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

২৩ নভেম্বর ২০২৫ সকাল ১০:৫০:০৬

সংবাদ ছবি

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ৩ ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

Ad

২২ নভেম্বর শনিবার বিকেলে তাদের নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন, ৩নং ডমুরুয়া ইউনিয়নের কৈয়াজালা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো. মহিন উদ্দিন (৩০), ৪নং কাদরা ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. জয়নাল আবেদীন ওরফে জয়নাল মিস্ত্রী (৩৫), ৩নং ডমুরুয়া ইউনিয়নের একই গ্রামের মৃত সানু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম ভূঁইয়া (৪৫)।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান জানান, ‘শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসআই বেলাল হোসেন ও এএসআই জুয়েল রানার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা এসময় তিনজনকে গ্রেফতার করে এবং তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। ঘটনার পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
রাঙ্গুনিয়ায় ধানক্ষেতে মিললো অজগর
২৩ নভেম্বর ২০২৫ সকাল ১১:৪৩:৫৯






Follow Us