সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী এক পাগলি (৩৭) প্রসব করেছে এক পুত্রসন্তান। এ নবজাতকের পিতৃ পরিচয় নিয়ে এলাকায় শুরু হয়েছে গুঞ্জন।

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার বোগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেয় পাগলি আসমা বেগম। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছে।


স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পাগলি আসমা নোয়াগাঁও গ্রামে বসবাস করছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রসব বেদনা শুরু হলে স্থানীয় মহিলাদের সহযোগিতায় পাগলি আসমা জন্ম দেয় একটি পুত্রসন্তান।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, মানবিক বিবেচনায় মা (পাগলি) ও নবজাতকের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে সমাজসেবা অধিদপ্তরকে বিষয়টি অবহিত করা হবে। এ বিষয়ে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা। পাশাপাশি শিশুটির পিতৃ পরিচয় শনাক্তে আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান স্থানীয় সচেতন মহল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available