রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি থেকে অভিনব কায়দায় বিস্কুটের কার্টুনে প্যাকেটজাত করে পাচারের সময় বিদেশি সিগারেটসহ অটোরিক্সা আটক করেছে নিরাপত্তাবাহিনী।

৮ নভেম্বর শনিবার সকাল ১০টার সময় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া আর্মি ক্যাম্পের চেকপোষ্টে এসময় সিগারেট ভর্তি অটোরিকশাটি আটক করেন কর্তব্যরত নিরাপত্তাবাহিনীর সদস্যরা।


এসময় ৫৬৯ কার্টুন অবৈধ বিদেশি সিগারেট ও ১৬ কার্টুন বেকারি বিস্কুট ভর্তি কার্টুন পাওয়া যায়। এসময় অটোরিক্সার চালক রোকন উদ্দিন (৪০) কে আটক করা হয়।
জব্দ অবৈধ বিদেশি সিগারেট, অটোরিকশাসহ চালক রোকনকে সংশ্লিষ্ট কাউখালী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনীর দায়িত্বশীল সূত্র।
কাউখালী থানা কর্তৃপক্ষ জানিয়েছে, আমাদের একটি টিম ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে তারা ফিরে আসলে ঘটনার বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, অবৈধ বিদেশি সিগারেট ভর্তি অটোরিকশাটির চালক রোকন জানিয়েছেন, রিজার্ভ বাজারের মঞ্জু নামের একজন বিস্কুটের কার্টুন উল্লেখ করে রানীরহাটে পৌঁছানোর জন্য শনিবার ভোরে বনরূপার ফরেষ্টকলোনীর মুখ থেকে তার অটোরিকশায় কার্টুনের ছদ্মাবরনে এসব অবৈধ জিনিসপত্র তুলে দেয়।
এই ঘটনার সাথে জনৈক বেকারি মালিক তারেক নামের আরো একজনও জড়িত রয়েছে বলে জানা গেছে। পরিচিত হওয়ায় বিশ্বাস করে তিনি (অটো চালক) এসব বিস্কুট ভর্তি কার্টুন ভাড়ায় নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
এ দিকে রিজার্ভ বাজারের ইদ্রিস মার্কেটের মালিক ও ব্যবসায়ী সংশ্লিষ্ট্য মঞ্জুর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অটোরিক্সা চালক রোকনের অভিযোগ অস্বীকার করেছেন।
সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বেকারির বিস্কুটের কার্টুনের ছদ্মাবরনে শনিবার ভোরে দুইটি অটোরিকশায় অবৈধ ভারতীয় সিগারেট ভর্তিকরে রানীর হাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় তাদের সামনে ও পেছনে দুইটি মোটরসাইকেলযোগে এগুলো পাহারায় নিয়োজিত ছিলো।
একটি অটোরিক্সা ও মোটরসাইকেল আরোহী পার হয়ে চট্টগ্রাম অভিমুখে চলে যেতে সক্ষম হলেও আরেকটি অটোরিক্সা চেকপোষ্টে ধরা পরে। এ সময় পেছনে থাকা মোটরসাইকেল আরোহী রাঙামাটিতে ফেরত চলে আসে। এই সিগারেট পাচারের সাথে রিজার্ভ বাজারের অন্তত চারজন জড়িত আছে বলে বিশ্বস্ত সূত্রটি প্রতিবেদককে নিশ্চিত করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available