রাঙামাটি প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যারা ব্যালটের প্রস্তুতি না নিয়ে বুলেটের প্রস্তুতি নিচ্ছেন মনে রাখবেন, বাংলাদেশের জনগণ যখন জেগে উঠবে তখন তাদেরকে কেউ আটকিয়ে রাখতে পারবে না।’

৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে রাঙামাটিতে তিন পার্বত্য জেলার নেতৃবৃন্দকে নিয়ে রাঙামাটি জিমনেসিয়ামে এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, ‘জুলাই সংস্কারে যারা বাধা দিয়েছে, জুলাইয়ের বিরোধিতায় অবস্থান নিয়েছে এবং এই বাংলাদেশকে যারা সংস্কার বঞ্চিত করার ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের বিচার অবশ্যই করা হবে। দেশের জনগণ ইতোমধ্যে তাদেরকে প্রত্যাখ্যান করার প্রস্তুতিও গ্রহণ করেছে।’
হাসনাত বলেন, ‘জনগণ শুধুমাত্র ব্যালটের অপেক্ষায় রয়েছে। কিন্তু এই ব্যালটকে উল্টে দিতেও বুলেট প্রস্তুত করে রাখা হচ্ছে। আপনারা বুলেট নিয়ে প্রস্তুতি নিচ্ছেন কিন্ত জনগণ আপনাদেরকে ব্যালটের মাধ্যমে পরাজিত করার জন্য প্রস্তুতি নিচ্ছে।’
রাঙামাটি জেলার সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমার সভাপতিতত্বে সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ.এস.এম সুজাউদ্দিন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাধায়ক ইমন সাঈদ, দক্ষিণ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মুখ্য সংগঠক জুবায়রুল হাসান আরিফ, খাগড়াছড়ি জেলার প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, বান্দরবান জেলার সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available