রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরের কাঠালতলী এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক সেবনের আসর বসানোর অভিযোগে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ। ৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্র জানায়, আটকরা নিয়মিত মাদক সেবনের পাশাপাশি অনলাইনে কেসিনো খেলায়ও যুক্ত ছিল।


আটক ব্যক্তিরা হলেন— শহরের ৩ নম্বর ওয়ার্ডের মো. খোরশেদ আলম (৩৭), মহিলা কলেজ এলাকার মো. নাঈম উদ্দিন (৩০), পুরাতন বাসস্টেশন এলাকার ঠিকাদার মো. মেহেরাজ হোসেন তারেক (২৪), আলম ডকইয়ার্ডের শরিফুল (১৯), ফরেস্ট কলোনির মো. রায়হান (২১) এবং কাঠালতলী লেকার্স স্কুল সংলগ্ন এলাকার আব্দুল আলীম (২১)।
কোতয়ালী থানার সেকেন্ড অফিসার জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে এবং শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হবে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, ‘রাঙামাটি পুলিশ সুপারের নির্দেশে মাদকসেবী, বিক্রেতা ও অনলাইন কেসিনো সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।’
তিনি আরও বলেন, ‘উঠতি বয়সী তরুণ-তরুণীদের মাদক ও জুয়ার ভয়াল থাবা থেকে রক্ষা করতে অভিভাবকদের সচেতন হতে হবে। সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখলে পুলিশকে অবহিত করতে হবে। তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available