নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বিসিক শিল্প পার্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা ঘিরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা গেছে।

৩১ জানুয়ারি শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তারেক রহমানের জনসভাস্থলে পৌঁছান।


দলীয় সূত্র জানায়, বগুড়ার শেরপুরে একটি মতবিনিময় সভা শেষে তিনি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে নির্ধারিত সময়ের আগেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে হাজার হাজার মানুষ জনসভাস্থলে আসতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিসিক শিল্প পার্ক এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিও ক্রমেই বাড়ছে।
বৃহৎ মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা এখনও জনসভাস্থলে আসছেন। একই সঙ্গে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিএনপি মনোনীত সংসদীয় প্রার্থীরাও মঞ্চে উপস্থিত হয়েছেন। প্রচণ্ড রোদ উপেক্ষা করেও জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল নেমেছে, যেখানে নারীদের উপস্থিতিও লক্ষ্যণীয়।
এর আগে দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী মঞ্চ ও আশপাশের পুরো এলাকা তল্লাশি করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এছাড়া সিরাজগঞ্জ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available