• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ১২:৪২:৪৩ (12-Dec-2025)
  • - ৩৩° সে:

উল্লাপাড়ায় জামায়াতের সংবাদ সম্মেলন

১২ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:২৯:৩৪

সংবাদ ছবি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিভিন্ন পত্রিকা ও অনলাইনে প্রকাশিত সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদা দাবি ও ৩৮টি দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখা।

Ad

১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার একটি রেস্টুরেন্টে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জরুরি সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াত আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী লিখিত বক্তব্য পাঠ করে এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Ad
Ad

লিখিত বক্তব্যে জানানো হয়, সলপ ইউনিয়নের নলসন্ধা নতুন বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি কিংবা দোকানপাট বন্ধ করে দেওয়ার মতো ঘটনা জামায়াতের কেউ ঘটায়নি। এই অভিযোগকে তারা সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে মন্তব্য করেন।

তাদের দাবি, একটি মহল পরিকল্পিতভাবে জামায়াতের ভাবমর্যাদা নষ্ট করতে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে গণমাধ্যমে ভুল সংবাদ পরিবেশন করাচ্ছে।

বক্তব্যে বলা হয়, ৩৮টি দোকান বন্ধের কথা নিছক পরিকল্পিত। স্থানীয় কোনো ব্যবসায়ী বা সাধারণ মানুষও এমন অভিযোগ করেননি। প্রশাসনকে বিভ্রান্ত করতে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিগত সরকারের আমলে একটি মহল জোরপূর্বক নলসন্ধা এলাকায় নতুন বাজার স্থাপন করে। এতে সরকারি ইজারাকৃত পুরাতন বাজার ভেঙে ফেলা হয়, ফলে পুরাতন বাজারের দোকানদার ও ইজারাকৃতরা ক্ষতিগ্রস্ত হন।

সরকার পরিবর্তনের পর পুরাতন বাজার পুনরায় চালু করার উদ্যোগ নিলে নতুন বাজারের এক কথিত বিএনপি নেতা সাইদুর রহমান বাধা দেন। তিনি বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের পুরাতন বাজারে যেতে নিষেধ করে উত্তেজনা সৃষ্টি করেন। জামায়াতের দাবি, এই উত্তেজনার ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে তাদের ওপর দোষ চাপানোর চেষ্টা চলছে।

জামায়াত নেতারা অভিযোগ করেন, কথিত ওই বিএনপি নেতা ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ঘটনাটিকে রাজনৈতিক মোড় দেওয়ার চেষ্টা করছেন। তারা আরও জানান, ওই ব্যক্তির অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রচারণায় অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, যা তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা বলেন, সত্য যাচাই ছাড়া ভুল তথ্য প্রচার করলে নিরীহ মানুষের সুনাম ক্ষুণ্ণ হয় এবং সমাজে অস্থিরতা সৃষ্টি হয়। তারা গণমাধ্যমকে বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us