চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় আকবর হোসাইন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকা–বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আকবর হোসাইন মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি ঢাকার মিরপুর এলাকার মনিরামপুরে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আকবর হোসাইন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে হাটিকুমরুল থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় আব্দুল মোনায়েম কোম্পানি সড়ক সংস্কারের কাজ করছিল। তবে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রাস্তায় ওয়েল্ডিং মেশিন ও ড্রাম ট্রাক রেখে অর্ধেক সড়ক অবরোধ করে কাজ চলছিল। এতে পরিস্থিতি বুঝতে না পেরে মোটরসাইকেল আরোহী গতি কমালে একই দিক থেকে আসা একটি জ্যাক গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আকবর হোসাইন মারা যান। তার স্ত্রী গুরুতর আহত হন।
আহত নারীকে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর আব্দুল মোনায়েম কোম্পানির লোকজন তাদের সরঞ্জামাদি সরিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ মৃত্যুর জন্য কোম্পানির অবহেলাকে দায়ী করছেন এলাকাবাসী। ৬ মাসে একই জায়গায় প্রাণ গেল ১১ জনের।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর কিছুসময় ঢাকা–বগুড়া মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available