• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৫:১৭ (03-Dec-2025)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলার আসামি বাগেরহাট থেকে গ্রেফতার

৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:১৩:৫৯

সংবাদ ছবি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার অন্যতম আসামি আলম মন্ডলকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

Ad

৩ নভেম্বর বুধবার সকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শ্মশানঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলম মন্ডল পবহাটি গ্রামের মৃত কাজেম মন্ডলের ছেলে।

Ad
Ad

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, ঝিনাইদহ শহরের পবহাটি মোড়ে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার অন্যতম আসামী আলম মন্ডল বাগেরহাট জেলায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। 
অভিযানে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আলম মন্ডলকে সদর থানায় সোপর্দ করা হয়।

গত শুক্রবার রাতে ব্যবসায়ী মুরাদের সাথে আলম মন্ডলের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে শনিবার দুপুরে আলম মন্ডলের ছেলে সৌরভ সঙ্গীদের নিয়ে মুরাদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us