• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে কার্তিক ১৪৩২ রাত ০৮:১৭:৫২ (13-Nov-2025)
  • - ৩৩° সে:

মণিরামপুরে ইটভাটার মেশিনে কাটা পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

১৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫২:৫৫

সংবাদ ছবি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলায় ইটভাটার মেশিনে কাটা পড়ে জাকির মোড়ল (৪৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Ad

১৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সরুপদাহ এলাকায় মেসার্স বোল্ড ব্রিকস্ নামের একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির মোড়ল মণিরামপুর উপজেলার মুন্সিখানপুর গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর ধরে তিনি ওই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বৃহস্পতিবার দুপুরে মাটি প্রস্তুতকারী মেশিন পরিষ্কার করার সময় হঠাৎ মেশিনে পড়ে গিয়ে পেঁচিয়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে।

ইটভাটার মালিক আমিনুর ইসলাম লালটু জানান, জাকির নিয়মিতভাবে প্রতি বৃহস্পতিবার মেশিন পরিষ্কার করত। আজ দুর্ভাগ্যবশত কাজ করার সময় হঠাৎ পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ভাটা মালিকদের পক্ষ থেকে যতটুকু সম্ভব নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।

মণিরামপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাফাওয়াত হোসেন বলেন, মাটি প্রস্তুতকারী মেশিনে আটকা পড়া শ্রমিকের মরদেহ তিন ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করা সম্ভব হয়।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
ঈশ্বরদীতে কুরিয়ার সার্ভিস থেকে নকল ফিড জব্দ
১৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৪:০৫



সংবাদ ছবি
ঈশ্বরদীতে নাশকতা ঠেকাতে বিএনপির বিক্ষোভ
১৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২০:১৬



Follow Us