• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩২ রাত ০২:২৯:৩০ (07-Nov-2025)
  • - ৩৩° সে:

মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে জেলে আহত

২৮ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১৮:১৭

সংবাদ ছবি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে মাছ ধরার সময় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে মো. এরশাদ (৩৮) নামে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন।  

Ad

২৭ নভেম্বর বুধবার বেলা ৩টায় সেন্টমার্টিন জেটিঘাটের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরের বদ্দার এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাকে টেকনাফে আনা হয়েছে।

Ad
Ad

মো. এরশাদ সেন্ট মার্টিন দ্বীপের গলাচিপা এলাকায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি খাগড়াছড়িতে। বুধবার সন্ধ্যার দিকে গুলিবিদ্ধ জেলেকে সেন্টমার্টিন ২০ শয্যার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ট্রলারের মালিক ও মাঝি জোহার আলী বলেন, ট্রলারে করে ছয় জেলে জেটিঘাটের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরের বদ্দার এলাকায় মাছ শিকারে যান। এ সময় মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ ওই জেলেদের ধাওয়া করে। একপর্যায়ে গুলি চালালে মোহাম্মদ এরশাদ নামের এক জেলের ডান হাতের বাহুতে গুলি লাগে।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, সাগরে মাছ শিকারের সময় ইঞ্জিন বিকল হয়ে ভুলক্রমে মিয়ানমারের জলসীমানার বদ্দার এলাকায় ঢুকে পড়ে ট্রলারটি। ওই সময় নৌবাহিনীর জাহাজ থেকে জেলেদের লক্ষ্য করে গুলি চালালে এক জেলে আহত হন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
পুলিশ সদর দপ্তরের সতর্ক বার্তা
৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪০:০০






Follow Us