• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৯:১১ (16-Dec-2025)
  • - ৩৩° সে:

বিজয়ের মাসের অঙ্গীকার, দুর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ: আবদুল হালিম

১৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০২:০৭

সংবাদ ছবি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবুল হাসনাত মো. আবদুল হালিম বলেছেন, বিজয়ের মাসে জাতির অঙ্গীকার হতে হবে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত ও তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়ে তোলা।

Ad

তিনি বলেন, ‘আমরা আধিপত্যবাদবিরোধী বাংলাদেশ চাই, চাই সম্প্রীতির বাংলাদেশ যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সৌহার্দ্য ও সম্মানের সঙ্গে বসবাস করবে।’

Ad
Ad

১৬ ডিসেম্বর মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আয়োজিত যুব র‌্যালির পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল হালিম বলেন, একাত্তরের পর গত ৫৪ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় এসেছে, তারা দেশকে দুর্নীতি ও বৈষম্যের উপহার দিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে মানবিক বাংলাদেশের রূপকার ও স্বপ্নদ্রষ্টা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় জামায়াত। এমন বাংলাদেশে সকল মানুষের মর্যাদা ও সম্মান সমুন্নত থাকবে।

তিনি আরও বলেন, চৌদ্দগ্রামের উন্নয়নের নেতৃত্ব দেবেন জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। আগামী ফেব্রুয়ারি মাসে বিজয় অপেক্ষা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘গত ১৮ বছরের দুঃশাসনে অসংখ্য মানুষ খুন, পঙ্গু ও গৃহহারা হয়েছে। ফেব্রুয়ারির বিজয় হবে নির্যাতিতদের আনন্দের, আর দুঃশাসকদের জন্য হতাশার।’

ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আবদুল হালিম বলেন, যারা পালিয়ে গেছে, তাদের ভিন্ন নামে আবার ফিরিয়ে আনার চেষ্টা ব্যর্থ হবে। তিনি দাবি করেন, ‘ওসমান হাদীর রক্তের মধ্য দিয়ে শহীদ মিনারে আধিপত্যবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। এখন সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলে ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্মাণের।’

সমাবেশে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. শাহজাহান। উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সহকারী সেক্রেটারি আবদুর রহিম, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, ডা. মঞ্জুর আহমেদ সাকি, আবদুল হাকিম, শাহজালাল টিপু, পৌর নায়েবে আমীর কাজী মো. ইয়াছিন, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, পৌর সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোজাম্মেল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
রিশাদের অভিষেক ম্যাচে জয় পেল হোবার্ট হারিকেন্স
১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:৩৫








Follow Us