• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৩:৫০ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

ক্ষমতায় না এসেই একটি দল ফ্যাসিবাদের মতোই কার্যক্রম চালিয়েছে: আসিফ মাহমুদ

২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:০৪:১৫

ক্ষমতায় না এসেই একটি দল ফ্যাসিবাদের মতোই কার্যক্রম চালিয়েছে: আসিফ মাহমুদ

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘গত ১৭ বছর শেখ হাসিনার ফ্যাসিবাদ দেখেছে দেশের মানুষ। কিন্তু ক্ষমতায় না এসেই গত ১৭ মাসে আরেকটি দল শেখ হাসিনার ফ্যাসিবাদের মতোই কার্যক্রম চালিয়েছে। পাড়ার দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তারা চাঁদাবাজি করেছে।’

Ad

২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাটে এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদের নামে ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে। যারা জাতীয়তাবাদের কথা বলে, তাদের অনেক প্রার্থীই বিদেশি নাগরিক। যারা এই দেশের নাগরিকই নয়, তাদের মুখে জাতীয়তাবাদের কথা শুনলে হাস্যকর লাগে।’

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জাতীয়তাবাদী দলের ইতিহাস আছে, কিন্তু বাস্তবে সেই রাজনীতির আর কোনো চিহ্ন নেই। তারা জনগণের টাকা লুট করা ব্যাংক খেলাপি ও ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে। তারা আবার ক্ষমতায় এসে জনগণের টাকা লুট করার অপেক্ষায় আছে। আমরা কি সেই সুযোগ দেব?’

কৃষক ও শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা কৃষক ও শ্রমিকদের পেনশনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পাঁচ বছর ক্ষমতায় থেকেও একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি। এখন যত কার্ডের কথাই বলুক, মানুষ জানে তারা কথা রাখে না।’

সংস্কার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘একটি দল বারবার সংস্কারের কথা বলে, কিন্তু ভোট চাইতে গিয়ে একবারও তাদের দলীয় প্রধানকে সংস্কার বা গণভোটের কথা বলতে শোনা যায় না। মুখে এক, মনে আরেক এই মুনাফিকি দেশের মানুষ ইতোমধ্যে বুঝে ফেলেছে।’

নির্বাচন নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘সেনবাগে পেশিশক্তি দিয়ে কেন্দ্র দখলের হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। এবার যদি একজন নাগরিককেও ভোট দিতে বাধা দেওয়া হয়, আমরা বসে থাকব না। যেখানে বাধা আসবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।’

সেনবাগ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইয়াছিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন নোয়াখালী-২ আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপি নেতা সুলতান জাকারিয়া, নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সাইয়েদ আহমেদ, সেনবাগ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল, এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আফসার ও যুবশক্তি সেনবাগ উপজেলা আহ্বায়ক মামুন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫২:০০

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪০:৪৬


Follow Us