• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই মাঘ ১৪৩২ দুপুর ০২:০৭:৩৫ (26-Jan-2026)
  • - ৩৩° সে:

মির্জাগঞ্জে কৃষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

২৬ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:১৭:১০

মির্জাগঞ্জে কৃষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে আলোচিত কৃষক দুলাল মল্লিক (৬০) হত্যা মামলার প্রধান আসামি মো. মহারাজ খান (৪৭)কে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

Ad

২৪ জানুয়ারি শনিবার রাত আনুমানিক ৯টার দিকে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ভুতুমিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মির্জাগঞ্জ থানার একটি চৌকস পুলিশ দল এ অভিযান পরিচালনা করে।

Ad
Ad

মামলার তদন্তকারী কর্মকর্তা ও অভিযানে নেতৃত্বদানকারী এসআই কাওসার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে প্রধান আসামি মহারাজ খান তার শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে এসআই মিজানসহ অন্যান্য পুলিশ সদস্যদের সমন্বয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে প্রায় আধা কিলোমিটার ধাওয়া শেষে একটি খোলা মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি বিকেল ৩টার দিকে মহারাজ খানের হাঁস-মুরগি প্রতিবেশী কৃষক দুলাল মল্লিকের জমিতে ঢুকে পাকা ধান নষ্ট করে। এ নিয়ে দুলাল মল্লিক প্রতিবাদ করলে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে গেলে মহারাজ খান, তার স্ত্রী আকলিমা বেগম (৩৮) ও মেয়ে সাদিয়া আক্তার (২২) একত্রিত হয়ে দুলাল মল্লিকের ওপর হামলা চালান।

একপর্যায়ে সাদিয়া আক্তার কাঁচি দিয়ে দুলাল মল্লিকের মাথার তালুতে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বুধবার বিকেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে শাওন মল্লিক বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল ৫ হাজার টাকা
মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল ৫ হাজার টাকা
২৬ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:১২:৪৬


দেশেই আছেন বিসিবি সভাপতি
দেশেই আছেন বিসিবি সভাপতি
২৬ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫৮:৫১




Follow Us