• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:৪১:৩৮ (06-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নবীনগরে গোলাগুলির ঘটনায় পাল্টাপাল্টি মামলা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে হামলা-পাল্টা হামলায় হতাহতের ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে।৫ নভেম্বর বুধবার রাতে হামলায় নিহত শিপনের মা আনোয়ারা বেগম ও আহত এমরান মাস্টারের ভাতিজা হাছিবুর রহমান বাদী হয়ে নবীনগর থানায় পৃথক দুটি মামলা করেন।আনোয়ারা বেগমের মামলায় ১১ জনকে নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে হাছিবুর রহমানের মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ আরও ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।গত শনিবার আধিপত্য বিস্তার নিয়ে খোল্লাকান্দিগ্রামের আরাফাত গ্রুপ ও নুরজাহানপুর গ্রামের শিপন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় শিপন মিয়া (৩০), ইয়াছিন (২০), নূর আলম (১৮) ও এমরান মাষ্টার গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিপন মিয়া ও ইয়াছিনের মৃত্যু ঘটে।এদিকে হামলায় নিহত শিপনের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বুধবার উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনিশাহ মাজার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। খোল্লাকান্দি ও নুরজাহান গ্রামবাসীর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।এ বিষয়ে নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, ‘সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই মামলা করেছে। দুটি মামলাই সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’