অনলাইন ডেস্ক: এমপিওভুক্ত শিক্ষকদের ভোগান্তি লাঘব এবং ঘরের কাছে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে।

২৭ জানুয়ারি মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের স্বাক্ষরে সংশোধিত এই নীতিমালা জারি করা হয়। নীতিমালা জারির দিন থেকেই এটি কার্যকর হবে বলে জানানো হয়েছে।


শিক্ষা মন্ত্রণালয় জানায়, এবার বদলি প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ ও স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে। ফলে বদলির জন্য শিক্ষকদের আর কোনো প্রভাবশালী ব্যক্তি বা দপ্তরে ধর্না দিতে হবে না।
নীতিমালা অনুযায়ী, শিক্ষকরা প্রথমে নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। নিজ জেলায় শূন্যপদ না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বদলির সুযোগ থাকবে।
নীতিমালার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মানবিক সংযোজন এসেছে ৩.৮(গ) ধারায়। এই ধারা অনুযায়ী, শিক্ষকরা চাইলে তাদের স্বামী বা স্ত্রীর নিজ জেলায় বদলি হতে পারবেন। এতে দীর্ঘদিন আলাদা থাকা অনেক পরিবারের একত্রে থাকার সুযোগ তৈরি হবে।
নীতিমালায় বদলির জন্য নির্দিষ্ট কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। প্রথমবার যোগদানের পর ন্যূনতম দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে। একবার বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর পরবর্তী বদলির জন্যও অন্তত দুই বছর অপেক্ষা করতে হবে।
এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) নির্ধারিত সময়ে অনলাইনে প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করবে এবং শুধুমাত্র ওই শূন্যপদের বিপরীতে আবেদন গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available