গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে বইছে নির্বাচনী হাওয়া। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। তাঁর নির্বাচনী প্রতীক ‘ঘোড়া’ নিয়ে তিনি এখন ভোটারদের দ্বারে দ্বারে। কাকডাকা ভোর থেকে রাত পর্যন্ত গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলে চলছে তাঁর অবিরাম প্রচার-প্রচারণা।
নির্বাচনী মাঠের চিত্র বলছে, অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন কোনো ক্লান্তি মানছেন না। উপজেলার প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লা এবং বাজারগুলোতে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। গণসংযোগকালে ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে তিনি দোয়া ও ভোট প্রার্থনা করছেন।

এলাকার সাধারণ ভোটারদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মিলনকে নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। ভোটারদের দাবি, প্রার্থী হিসেবে ইজাদুর রহমান মিলন অত্যন্ত যোগ্য এবং বিনয়ী। সাধারণ মানুষ মনে করছেন, বড় দলের প্রতীকের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত গুণাবলি ও জনসেবার মানসিকতাকেই বেশি গুরুত্ব দেবেন তারা। এক জন সাধারণ ভোটার বলেন, "আমরা ভালো প্রার্থী চাই। স্বতন্ত্র প্রার্থী হলেও ইজাদুর রহমান মিলন আমাদের কাছে পরিচিত ও নির্ভরযোগ্য মুখ। তাই এবার ঘোড়া প্রতীকই আমাদের ভরসা।"
নিজের নির্বাচনী লক্ষ্য তুলে ধরে অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, "আমি ইতিপূর্বে আউয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করেছি। জনগণের সুখ-দুঃখে আমি সবসময় পাশে থেকেছি। সেই সেবাকে আরও বড় পরিসরে এবং সংসদীয় আসনে পৌঁছে দিতেই আমি এবার নির্বাচনে দাঁড়িয়েছি। আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা নিয়ে আমি বিজয়ী হবো এবং একটি আধুনিক ও বৈষম্যহীন গাজীপুর গঠনে কাজ করব।"


গাজীপুর-৩ আসনের এই নির্বাচনী লড়াই এখন সাধারণ মানুষের মুখে মুখে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যক্ষ ইজাদুর রহমান মিলনের এই ব্যাপক প্রচারণা নির্বাচনের সমীকরণকে আরও উত্তপ্ত ও প্রাণবন্ত করে তুলেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available