• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ বিকাল ০৩:০৭:১৭ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

সাবেক এমপি খোকার তিন ভাতিজার বিরুদ্ধে দুদকে অভিযোগ

২৭ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩৭:৩৯

সাবেক এমপি খোকার তিন ভাতিজার বিরুদ্ধে দুদকে অভিযোগ

মন্ডল এনাম, জ্যেষ্ঠ প্রতিবেদক: জাতীয় পার্টির নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি লিয়াকত হোসেন খোকার তিন ভাতিজার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার, দখল, চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অনুসন্ধানের আবেদন করা হয়েছে।

Ad

দুদকে জমা দেওয়া আবেদনে অভিযোগ করা হয়, খোকার ভাতিজা আহমেদ হোসেন হিরু, মো. শামীম মিয়া ও মো. জাবেদ হোসেন বিগত সরকারের সময়ে প্রভাব খাটিয়ে অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হন। দীর্ঘদিন ধরে তারা সন্ত্রাস, ডাকাতি, মাদক ব্যবসা ও জমি দখলের মতো কর্মকাণ্ডে জড়িত থাকলেও ভয়ের কারণে স্থানীয়রা মুখ খুলতে পারেননি।

Ad
Ad

আবেদনে আরও উল্লেখ করা হয়, আহমেদ হোসেন হিরুর বিরুদ্ধে জাহাজ ডাকাতি, স্ক্র্যাপ ব্যবসার আড়ালে অবৈধ কার্যক্রম এবং সোনারগাঁয়ের একটি রিসোর্টে মাদক, জুয়া ও অনৈতিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ রয়েছে। এছাড়া তার পরিবারের নিয়ন্ত্রণে একটি আন্তঃজেলা ডাকাত চক্র সক্রিয় আছে বলেও অভিযোগ করা হয়।

হিরু ও তার আত্মীয়দের সঙ্গে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার মূল হোতা নূর হোসেনের সংশ্লিষ্টতার কথাও আবেদনে উল্লেখ রয়েছে। অভিযোগে বলা হয়, নূর হোসেন কারাবন্দি হওয়ার পর তার মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণে নেয় এই চক্র।

অপরদিকে, শামীম হোসেনের বিরুদ্ধে দেশের বাইরে অর্থ পাচার এবং জাবেদ হোসেনের বিরুদ্ধে বেনামি সম্পদ ক্রয় ও ভুয়া সিম ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এছাড়া সরকারি সড়ক দখল করে অবৈধ বাজার বসানো ও পেট্রোল পাম্প দখলের অভিযোগও রয়েছে।

এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, অভিযোগগুলো তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ অস্বীকার করে আহমেদ হোসেন হিরু বলেন, রাজনৈতিকভাবে হেয় করতেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি জানান, অপরাধীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রংপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার ১
রংপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার ১
২৭ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৪২:০৬




চাঁদপুর-২ আসনে ফয়জুন্নুরের গণসংযোগ
চাঁদপুর-২ আসনে ফয়জুন্নুরের গণসংযোগ
২৭ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:১৩:০১




Follow Us