• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই মাঘ ১৪৩২ সকাল ১০:২৯:০৩ (30-Jan-2026)
  • - ৩৩° সে:

ইরানের রেভোল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করল ইইউ

৩০ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৪৮:২৮

ইরানের রেভোল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করল ইইউ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করেছে ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস।

Ad

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর নির্বিচার হত্যাকাণ্ড ও ব্যাপক দমন-পীড়নের অভিযোগের প্রেক্ষিতে তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

Ad
Ad

এ বিষয়ে বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ সদস্যরাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ প্রসঙ্গে কাজা কালাস বলেন, “দমন-পীড়নের কোনো জায়গা নেই—এটি ইইউ’র নীতির সম্পূর্ণ পরিপন্থী। যে সরকার ক্ষমতায় টিকে থাকতে নিজেদের হাজার হাজার নাগরিককে হত্যা করে, তারা আসলে নিজের ভবিষ্যৎ নিজেই ধ্বংস করছে।”

এর আগে ফ্রান্স ও ইতালি এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে বলে জানা যায়।

বৈঠকে উপস্থিত নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল এএফপিকে বলেন, “ইরানে সাম্প্রতিক রক্তপাতের ঘটনার প্রতিবাদ হিসেবেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আন্দোলন দমনের নামে যে নিষ্ঠুরতা দেখানো হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

ইরানের দীর্ঘদিনের বৈরী রাষ্ট্র ইসরায়েল ইইউ’র এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ বলে অভিহিত করেন।

ইসরায়েল সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই নিষেধাজ্ঞার ফলে আইআরজিসি সদস্যদের আন্তর্জাতিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করা আরও সহজ হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ওএসডি হলেন বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান
ওএসডি হলেন বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান
৩০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:২৫:২১

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
৩০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৮:০৬




আজ ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
আজ ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
৩০ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৪০:১৯


Follow Us