• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই মাঘ ১৪৩২ সকাল ১১:৪২:৫৮ (30-Jan-2026)
  • - ৩৩° সে:

ওএসডি হলেন বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান

৩০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:২৫:২১

ওএসডি হলেন বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আমিন উল আহসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

Ad

২৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। তবে কী কারণে তাকে ওএসডি করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Ad
Ad

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত কয়েক মাস ধরে বিপিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় আমিন উল আহসান নানা সমালোচনার মুখে ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি সরকারি নির্দেশনা অমান্য করে অধিকাংশ সময় ঢাকা লিয়াজোঁ কার্যালয়ে অবস্থান করতেন। এছাড়া চট্টগ্রাম-ঢাকা জ্বালানি পাইপলাইনে তেল চুরির ঘটনা এবং গোদনাইল ফতুল্লা ডিপোতে তেল গায়েবের চেষ্টার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগও ওঠে।

আরও অভিযোগ রয়েছে, ৫ আগস্ট পরবর্তী সময়ে বিতরণ কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের কয়েকজন সিবিএ নেতা অফিসে অনুপস্থিত থেকেও বেতন গ্রহণ করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। পাশাপাশি বিপিসিতে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম এবং নতুন প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতার বিষয়েও তিনি সমালোচিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ এপ্রিল তৎকালীন সরকারের আমলে সচিব পদে পদোন্নতি পেয়ে আমিন উল আহসান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর প্রশাসনের গুরুত্বপূর্ণ অনেক পদে রদবদল ও একাধিক কর্মকর্তাকে ওএসডি করা হলেও ব্যতিক্রম হিসেবে তিনি চেয়ারম্যান পদে বহাল ছিলেন। তবে শেষ পর্যন্ত তাকেও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ওএসডি হলেন বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান
ওএসডি হলেন বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান
৩০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:২৫:২১

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
৩০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৮:০৬



Follow Us