স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড় জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২৯ জানুয়ারি বৃহস্পতিবার শেষ হয়েছে। পঞ্চগড় সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) আয়োজিত এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান বিকেলে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের (পিআইবি) সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ।


দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে প্রশিক্ষণ প্রদান করেন এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল আযীয সাদেক, স্বাধীন মিডিয়ার সম্পাদক ও ফ্রিল্যান্স সাংবাদিক শারমীন রিনভী এবং পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ।
প্রশিক্ষণ কর্মশালায় পঞ্চগড় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ৫০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। কর্মশালায় নির্বাচনকালীন সাংবাদিকতায় পেশাগত নৈতিকতা, দায়িত্বশীল প্রতিবেদন এবং আইনগত বিষয়সহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available