• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই মাঘ ১৪৩২ সকাল ১১:৪২:৫৯ (30-Jan-2026)
  • - ৩৩° সে:

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

৩০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৮:০৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

বিনোদন প্রতিবেদক: ২০২৩ সালের জন্য চলচ্চিত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ ঘোষণা করেছে সরকার।২৯ জানুয়ারি বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ২৮টি ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য মোট ৩০ জন শিল্পী ও কুশলীকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

Ad

এবারের আসরে চলচ্চিত্রে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং বরেণ্য চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু।

Ad
Ad

২০২৩ সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে কে. এম. হালিমুজ্জামান (খন্দকার সুমন) প্রযোজিত সিনেমা ‘সাঁতাও’। একই চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবেও পুরস্কার পেয়েছেন খন্দকার সুমন।

অভিনয় বিভাগে প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন আফরান নিশো। ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন। অন্যদিকে ‘সাঁতাও’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুন পুতুল।

পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা পেয়েছেন মনির আহমেদ শাকিল (‘সুড়ঙ্গ’) এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হয়েছেন নাজিয়া হক অর্ষা (‘ওরা সাত জন’)। শ্রেষ্ঠ খল চরিত্রে পুরস্কৃত হয়েছেন আশীষ খন্দকার (‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’) এবং শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে জয়ী হয়েছেন শহীদুজ্জামান সেলিম (‘সুড়ঙ্গ’)।

শিশু শিল্পী বিভাগে শ্রেষ্ঠ হয়েছেন মো. লিয়ন এবং বিশেষ পুরস্কার পেয়েছেন আরিফ হাসান ও আনাইরা খান—উভয়েই ‘আম কাঁঠালের ছুটি’ সিনেমার জন্য।

সংগীত বিভাগে এবার একক প্রাধান্য পেয়েছে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। ‘ও প্রিয়তমা’ গানের জন্য শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হয়েছেন বালাম এবং ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছেন অবন্তী দেব সিঁথি। ‘ঈশ্বর’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার হয়েছেন সোমেশ্বর অলি এবং একই গানের জন্য শ্রেষ্ঠ সুরকার নির্বাচিত হয়েছেন প্রিন্স মাহমুদ। শ্রেষ্ঠ সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন ইমন চৌধুরী (‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’)।

অন্যান্য বিভাগে শ্রেষ্ঠ কাহিনিকার নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন (‘প্রিয়তমা’), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হয়েছেন নিয়ামুল মুক্তা (‘রক্তজবা’) এবং শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (‘সুড়ঙ্গ’)।

এছাড়া শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘মরিয়ম’ এবং শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ওএসডি হলেন বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান
ওএসডি হলেন বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান
৩০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:২৫:২১

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
৩০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৮:০৬



Follow Us