নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ছোট্ট হাবিবকে স্মরণ করে একটি স্ট্যাটাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

১৭ নভেম্বর সোমবার তাঁর ফেসবুক আইডিতে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি দুর্ঘটনার পর সরকারি সহায়তা পাওয়ার নিয়ম এবং হাবিবের পরিবারের জন্য নেওয়া উদ্যোগ তুলে ধরেন।


ইউএনও রাকিবুল লেখেন, দুর্ঘটনার সময় তিনি জেলা সদরে একটি সভায় ছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এসি ল্যান্ডকে ঘটনাস্থলে পাঠান। পরের দিন সকালে হাবিবের শ্রদ্ধেয় শিক্ষক-মডেল মসজিদের মুয়াজ্জিনকে সঙ্গে নিয়ে হাবিবের বাড়িতে গিয়ে পরিবারকে সান্ত্বনা জানান।
স্ট্যাটাসে তিনি সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হলে করণীয় দুইটি বিষয় উল্লেখ করেন।
এক-সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ আবেদন করলে আহত হলে ১০ হাজার এবং নিহত হলে ২০ হাজার টাকা পর্যন্ত অনুদান পাওয়া যায়।
দুই-দুর্ঘটনার এক মাসের মধ্যে বিআরটিএ জেলা কার্যালয়ে সুনির্দিষ্ট কাগজপত্র জমা দিলে ক্ষেত্রভেদে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের সুযোগ আছে। আহত হলে সর্বোচ্চ এক লাখ, অঙ্গহানি হলে সর্বোচ্চ তিন লাখ এবং নিহত হলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পাওয়া যায়। তবে আবেদন অবশ্যই দুর্ঘটনাস্থল জেলায় করতে হবে।
ইউএনও রাকিবুল জানান, হাবিবের পরিবারের জন্য দুটি সহায়তারই ব্যবস্থা করা হয়েছে। একটি পরিবার পেয়েছে, আরেকটি-সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আবেদন প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available